রবিবার, ১৯ মার্চ ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নারী চিকিৎসককে উত্ত্যক্ত করার অপরাধে দুই যুবককে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন- উপজেলার পোতাজিয়া ইউনিয়নের সরকারপাড়ার রজব আলীর ছেলে মেহেদী হাসান মৃদুল ও গাতিরপাড়ার ইয়ার আলীর ছেলে সবুজ হোসেন। তারা সর্ম্পকে চাচাতো ভাই।
শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. শামসুজ্জোহা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসককে মৃদুল ও সবুজ প্রায়ই উত্ত্যক্ত করতো। এ বিষয়ে ওই নারী চিকিৎসক থানায় ও উপজেলা প্রশাসনে অভিযোগ করেন। শনিবার বিকালে ওই ২ যুবক চিকিৎসকের বাসায় গেলে সেখান থেকে পুলিশ তাদের আটক করে। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেওয়া হয়।
এজেড এন বিডি ২৪/হাসান
Leave a Reply