রোববার সকালে উপজেলার মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। সাগর ত্রিপুরা ওই এলাকার অনি মোহন ত্রিপুরার ছেলে। পুলিশ সূত্র জানায়, সাগর সকালে বাড়ি থেকে বের হয়ে দোকানে আসে। হঠাৎ করে কিছু লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, ছেলে নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মা। নিজের সন্তানকে এভাবে মৃত দেখে বুকফাটা কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় ছেলেকে হারিয়ে সাগরের লাশ ধরে আহাজারি করেন তার মা।
পানছড়ি থানার ওসি দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
এ ঘটনা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।এর আগে ২৫ জুন দিবাগত রাতে খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফের সাবেক কর্মী অমর জীবন চাকমাকে কুপিয়ে হত্যা করেছিল দুর্বৃত্তরা। সেই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। তবে হত্যার কোনো ক্লু এখনো বের করতে পারেনি আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এজেড এন বিডি ২৪/ তন্নি
Leave a Reply