মঙ্গলবার, ০৯ অগাস্ট ২০২২, ০২:২১ পূর্বাহ্ন
জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উপজেলার লালপুর ইউনিয়নের লালপুর গ্রামে এক বাড়ির ময়লা পানি আরেক বাড়ির ওপর দিয়ে যাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।
এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত কালু মিয়া, শামছুন্নাহার, লাইলী, উসমান ও নাছির ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে আহতদের কারো অবস্থাই আশঙ্কাজনক নয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহতদের সূত্রে জানা গেছে, লালপুর গ্রামের বাসিন্দা কাদির মিয়ার স্ত্রী নাসিমা বেগমের কাছ থেকে এক লাখ টাকা ধার নেন তার প্রতিবেশী আনোয়ারা বেগম। কয়েকদিন আগে নাসিমা টাকা ফেরত চাইলে আনোয়ারা কয়েকদিনের সময় চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মনোমালিন্য চলছিলো। সম্প্রতি নাসিমার বাড়ির ময়লা পানি আনোয়ারার বাড়ির ওপর দিয়ে যাওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বুধবার দুপুরে ওই ময়লা পানি যাওয়া নিয়ে বাগবিতণ্ডার জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাঁচজন আহত হলে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।
আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ সংঘর্ষের ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এজেড এন বিডি ২৪/ রাকিব
Leave a Reply