রবিবার, ১৯ মার্চ ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
সুপ্রিয় পাঠক, শুভেচ্ছা নিবেন। সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের ওয়েব সাইট নিয়মিত ভিজিট করুন এবং আমার ফেসবুক ফ্যান পেজে লাইক দিয়ে ফলো অপশনে সি-ফাষ্ট করে সঙ্গেই থাকুন। আপনার প্রতিষ্ঠানের প্রচারে স্বল্পমূল্যে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- aznewsroom24@gmail.com ধন্যবাদ।
সর্বশেষ :
বিপিএল শুরু হবে কবে? শেষ দিনেও রংপুর সিটি নির্বাচনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা রসিক নির্বাচন : উন্নয়ন আর প্রতিশ্রুতির হিসাব মেলাচ্ছেন ভোটাররা নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে বিজয় উপহার দেবে রংপুরবাসী : ডালিয়া অনুপ্রবেশকারী ঠেকাতে পুলিশ ও মাঠ প্রশাসনকে নির্দেশ ভোট নিয়ে শঙ্কা নেই, একতরফা নির্বাচন হবে : মেয়র প্রার্থী মোস্তফা বিএনপি-জামায়াতের ভোট পড়বে লাঙ্গলে : মোস্তফা প্রচারণা ছেড়ে ঢাকায় রসিকের মেয়র প্রার্থী ডালিয়া এবার রংপুর নগরবাসী চমক দেখাবেন : ডালিয়া ফিফার নিয়ম ভঙ্গ; আলোচিত শেফ ‘সল্ট বে’ নিষিদ্ধ স্বপ্নের রাজকুমারের মতো হাতির পিঠে চড়ে বিয়ে বরযাত্রা রংপুর সিটি নির্বাচন : মামলায় জর্জরিত প্রার্থীরা রাত পোহালেই চমকের সম্মেলন ,সাধারণ সম্পাদক হতে চান ১০ জন : কাদের মেট্রোরেল উদ্বোধনের দিন পুলিশের সাত নির্দেশনা,অপেক্ষা আর পাঁচ দিন
বৃষ্টিতে ভেজার পর সুস্থ থাকতে যা করবেন

বৃষ্টিতে ভেজার পর সুস্থ থাকতে যা করবেন

লাইফস্টাইল ডেস্কঃ বর্ষার মৌসুমে যেকোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। অনেক সময় হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে সঙ্গে ছাতা বা রেইনকোট না থাকায় ভিজতে হয়! আবার অনেকে শখের বশেও বাদলাদিনে বৃষ্টিতে ভিজে থাকেন। বৃষ্টিতে ভিজলে সবার মন ফুরফুরে হয়ে যায়। বৃষ্টিতে ভিজতে ভালো লাগলেও, সমস্যা বাঁধে ভেজার পর।

বৃষ্টিতে ভেজার পর শারীরিক নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। কারও মাথাব্যথা, জ্বর-সর্দি কারও আবার হাঁচি-কাশিসহ নানা সমস্যা হতে পারে। তাই শারীরিক সুস্থতা নিশ্চিত করতে বৃষ্টিতে ভেজার পর কয়েকটি কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। জেনে নিন করণীয়-

>> বর্ষা মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজবেন না। প্রথম বৃষ্টির বাতাসে নানা দূষণ ধুয়ে যায়। এ কারণে তখন বৃষ্টিতে ভিজলে জীবাণু শরীরে এসে সংক্রমণ ঘটাতে পারে। তাই বছরের প্রথম বৃষ্টি এড়িয়ে যাবেন।

>> বৃষ্টিতে ভেজার পর গরম পানি দিয়ে গোসল করুন। তাহলে জীবাণু এবং সংক্রমণ থেকে রেহাই মিলবে। সেইসঙ্গে শরীরে ঠান্ডা অনুভূত হবে না।

>> বৃষ্টিতে ভেজার পর প্রথমে কাপড় ত্যাগ করুন। ভেজা কাপড় দীর্ঘক্ষণ পড়ে থাকলে ফ্লু সংক্রমণ ঘটতে পারে। সেইসঙ্গে নিউমোনিয়া হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। আপনার মোজা এবং অন্তর্বাসও খুলে ফেলুন দ্রুত। এরপর পরিষ্কার পোশাক পরুন।

>> যত দ্রুত সম্ভব বৃষ্টিতে ভেজার পর পা ধুয়ে নিতে হবে। বৃষ্টির পানির সঙ্গে মিশে থাকা রাস্তার সব নোংরা জীবাণু পায়ে লেগে থাকতে পারে। তাই বৃষ্টিতে ভেজার পর আপনার পা গরম পানিতে ভিজিয়ে লবণ দিয়ে স্ক্রাব করে নিন কিছুক্ষণ।

>> অ্যান্টি-সেপটিক সাবান ব্যবহার করুন বৃষ্টিতে ভিজে যাওয়ার পরে। যেকোনো সংক্রমণ ধ্বংস করতে অ্যান্টি-সেপটিক সাবান কার্যকরী।

>> বৃষ্টিতে ভেজার পর চুল ভেজা থাকলে মাথা ব্যথা হতে পারে। তাই দ্রুত ব্লো ড্রায়ার ব্যবহার করে চুল শুকিয়ে নিন। বিশেষ করে বর্ষা মৌসুমে সূর্যাস্তের পর গোসল করবেন না এবং চুল ভেজা রাখবেন না। তাহলে ঠান্ডা-কাশি হওয়ার সংক্রমণ বাড়তে পারে।

>> ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন গোসলে পর। বৃষ্টিতে ভিজলে ত্বক খুব শুষ্ক হয়ে যায়। এর ফলে শুষ্ক ত্বকে চুলকানি হতে পারে। তাই বডি অয়েল বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

>> বৃষ্টিতে ভিজে যাওয়ার পরে নিজেকে ফিট রাখতে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করুন। এটি শরীর গরম করবে। এ ছাড়াও রক্ত সঞ্চালনের উন্নতি হবে।

>> শরীর গরম রাখতে বৃষ্টিতে ভেজার পর এক কাপ মাসালা চা অবশ্যই খাবেন। এ ছাড়াও গরম স্যুপ খেতে পারেন। তাহলে অনেকটাই আরাম বোধ করবেন।

>> বর্ষার মৌসুমে নিয়মিত সকালে খালি পেটে তুলসি, মধু এবং গোলমরিচের চা পান করতে পারেন। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ফলে ফ্লু সংক্রমণে ঝুঁকি কমবে। সূত্র: বোল্ডস্কাই

এজেড এন বিডি ২৪/ রাকিব 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *