রবিবার, ১৯ মার্চ ২০২৩, ০৭:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ইগলু ব্র্যান্ডের চিনি বেশি দামে বিক্রি করায় আবদুল মোনেম সুগার রিফাইনারিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২০ নভেম্বর) অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, গত ১৬ নভেম্বর অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানের নেতৃত্বে চিনি ও ভোজ্যতেলের বাজার পরিস্থিতি তদারকির সময় কারওয়ান বাজারে আবদুল মোনেম সুগার রিফাইনারি উৎপাদিত ইগলু ব্র্যান্ডের চিনির মোড়কে ১০৮ টাকা মুদ্রিত পাওয়া যায়, যা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ১৩ টাকা বেশি। সরকারের নির্ধারিত মূল্য ৯৫ টাকা। এর পরিপ্রেক্ষিতে আবদুল মোনেম সুগার রিফাইনারি থেকে ব্যাখ্যা চাওয়া হয়।
আবদুল মোনেম সুগার রিফাইনারির লিখিত ব্যাখ্যায় সরকার চিনির মূল্য পুনর্নির্ধারণের আগেই বেশি মূল্যে বাজারে চিনি সরবরাহের বিষয়টি স্বীকার করে। উল্লিখিত কর্মকাণ্ডের জন্য ২০ নভেম্বর (রোববার) আবদুল মোনেম সুগার রিফাইনারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এজেড এন বিডি ২৪/হাসান
Leave a Reply