বুধবার, ২২ মার্চ ২০২৩, ০১:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
সুপ্রিয় পাঠক, শুভেচ্ছা নিবেন। সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের ওয়েব সাইট নিয়মিত ভিজিট করুন এবং আমার ফেসবুক ফ্যান পেজে লাইক দিয়ে ফলো অপশনে সি-ফাষ্ট করে সঙ্গেই থাকুন। আপনার প্রতিষ্ঠানের প্রচারে স্বল্পমূল্যে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- aznewsroom24@gmail.com ধন্যবাদ।
সর্বশেষ :
বিপিএল শুরু হবে কবে? শেষ দিনেও রংপুর সিটি নির্বাচনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা রসিক নির্বাচন : উন্নয়ন আর প্রতিশ্রুতির হিসাব মেলাচ্ছেন ভোটাররা নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে বিজয় উপহার দেবে রংপুরবাসী : ডালিয়া অনুপ্রবেশকারী ঠেকাতে পুলিশ ও মাঠ প্রশাসনকে নির্দেশ ভোট নিয়ে শঙ্কা নেই, একতরফা নির্বাচন হবে : মেয়র প্রার্থী মোস্তফা বিএনপি-জামায়াতের ভোট পড়বে লাঙ্গলে : মোস্তফা প্রচারণা ছেড়ে ঢাকায় রসিকের মেয়র প্রার্থী ডালিয়া এবার রংপুর নগরবাসী চমক দেখাবেন : ডালিয়া ফিফার নিয়ম ভঙ্গ; আলোচিত শেফ ‘সল্ট বে’ নিষিদ্ধ স্বপ্নের রাজকুমারের মতো হাতির পিঠে চড়ে বিয়ে বরযাত্রা রংপুর সিটি নির্বাচন : মামলায় জর্জরিত প্রার্থীরা রাত পোহালেই চমকের সম্মেলন ,সাধারণ সম্পাদক হতে চান ১০ জন : কাদের মেট্রোরেল উদ্বোধনের দিন পুলিশের সাত নির্দেশনা,অপেক্ষা আর পাঁচ দিন
আসল বেনারসি চেনার উপায়

আসল বেনারসি চেনার উপায়

লাইফস্টাইল ডেস্কঃ শীত মৌসুমে বিয়ে করবেন বলে ভেবে রেখেছেন? বিয়ের কেনাকাটায় গুরুত্বপূর্ণ নাম ‘শাড়ি’। বিয়ের শাড়ি হিসেবে বেনারসির কদর বেশি। সবার আগে বাজেট পরিকল্পনা করতে হয়। যেমন অনেক অনেক টাকা খরচ করে বিয়ের বেনারসি কেনেন অনেকেই। কিছু পরিবারে সাধ্যমতো বেনারসি কেনা হয়।

সুখের খবর হলো, সব বাজেটের বেনারসিই আপনি বাজারে পাবেন। কিন্তু সস্তায় শাড়ি কেনার খুশিতে নকল বেনারসি কিনে ঠকবেন না। কারণ, বিয়ের দিনটা হবু কনের জন্য খুবই স্পেশাল। সবাই প্রো নন, শাড়ি বিশেষজ্ঞও নন। তাই একটু সতর্কভাবে বিয়ের বেনারসি কিনুন। যেন নকল বেনারসি কিনে ঠকতে না হয়।

কীভাবে চিনবেন আসল বেনারসি, জেনে নিন 

>>বিয়ের বেনারসি কিনতে গিয়ে প্রথমেই হাতে নিয়ে দেখুন। ডিজাইন পছন্দ হওয়ার পরে হাতে নিয়ে যাচাই করাই আপনার প্রথম কাজ হবে। আসল বেনারসি শাড়ির দুই পিঠেই ঘন সুতার কাজ দেখতে পাবেন । এদিকে নকল বেনারসির উল্টো পিঠ খসখসে হতে পারে। তাই হাতে নিয়ে ভালো করে যাচাই করলেই আপনি আসল ও নকলের পার্থক্য বুঝতে পারবেন।

>>একটি বেনারসি শাড়ি তৈরির সময় একজন কারিগরের প্রায় এক মাস পর্যন্ত সময় লাগতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সেই সময়সীমা হয় বেশি। অত্যন্ত উন্নত মানের সুতা ও সিল্ক দিয়ে তৈরি হয় বেনারসি শাড়ি।

>>প্রধানত রুপালি ও সোনালি রঙের জরি সুতো দিয়ে বোনা হয়। আপনি হাত দিয়েই এর মান বুঝতে পারবেন। জেল্লা ও রংও হবে দেখার মতো।

>>বেনারসি শাড়ির জরির মান যাচাই করার পর কারুকার্যে একটু নজর দিন। যদিও আধুনিক ডিজাইনে নানা ধরনের মোটিফ চোখে পড়ে। উন্নত মানের বেনারসিতে আপনি মোঘল মোটিফ পাবেন। আমরু, দোমাক, আমবির মতো মোটিফ দেখতে পাবেন। ফুলের নকশা পাবেন। এই ফুলের নকশা বেনারসি শাড়ির জমিনে খুবই জনপ্রিয়। সবাই প্রায় পছন্দ করেন।

>>নকল বেনারসিতে এই ধরনের নকশা হয়তো পাবেন না। বেনারসি শাড়ির আঁচলে ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চির প্যাচ থাকে। যা আপনি আসল বেনারসিতেই পাবেন। কাঁধের কাছে অংশটি পড়ে। নকল শাড়িতে থাকে না। তাই বেনারসি কেনার সময় তার মোটিফ দেখে নিন।

>>বেনারসি শাড়ি বুনতে কারিগরকে খুবই পরিশ্রম করতে হয়। শাড়ি তৈরি করতে অনেক সময় এক মাস বা তার বেশিও সময় লেগে যায়। খাঁটি বেনারসি সিল্ক দিয়ে তৈরি করা হয় এই শাড়ি। এর উপরে হাতে বোনা হয় সেই জরির ডিজাইন।

>>কিন্তু আজকাল নকল বেনারসিতে ছেয়ে যাচ্ছে। অনেকেই বাজেটের কথা মাথায় রেখে কম দামি বেনারসি কিনতে যান। এতে আসলে লাভ কিছু হয় না। আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। আপনি আসল বেনারসি শাড়ির হদিশ পান না। একটি বেনারসির দাম কমপক্ষে ৮-১০ হাজার টাকা হতে পারে। এরপর আপনার বাজেট অনুযায়ী বেশি দামের শাড়িও নিতে পারেন আপনি।

সূত্র: এই সময়

এজেড এন বিডি ২৪/হাসান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *