সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৪:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
সুপ্রিয় পাঠক, শুভেচ্ছা নিবেন। সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের ওয়েব সাইট নিয়মিত ভিজিট করুন এবং আমার ফেসবুক ফ্যান পেজে লাইক দিয়ে ফলো অপশনে সি-ফাষ্ট করে সঙ্গেই থাকুন। আপনার প্রতিষ্ঠানের প্রচারে স্বল্পমূল্যে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- aznewsroom24@gmail.com ধন্যবাদ।
সর্বশেষ :
বিপিএল শুরু হবে কবে? শেষ দিনেও রংপুর সিটি নির্বাচনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা রসিক নির্বাচন : উন্নয়ন আর প্রতিশ্রুতির হিসাব মেলাচ্ছেন ভোটাররা নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে বিজয় উপহার দেবে রংপুরবাসী : ডালিয়া অনুপ্রবেশকারী ঠেকাতে পুলিশ ও মাঠ প্রশাসনকে নির্দেশ ভোট নিয়ে শঙ্কা নেই, একতরফা নির্বাচন হবে : মেয়র প্রার্থী মোস্তফা বিএনপি-জামায়াতের ভোট পড়বে লাঙ্গলে : মোস্তফা প্রচারণা ছেড়ে ঢাকায় রসিকের মেয়র প্রার্থী ডালিয়া এবার রংপুর নগরবাসী চমক দেখাবেন : ডালিয়া ফিফার নিয়ম ভঙ্গ; আলোচিত শেফ ‘সল্ট বে’ নিষিদ্ধ স্বপ্নের রাজকুমারের মতো হাতির পিঠে চড়ে বিয়ে বরযাত্রা রংপুর সিটি নির্বাচন : মামলায় জর্জরিত প্রার্থীরা রাত পোহালেই চমকের সম্মেলন ,সাধারণ সম্পাদক হতে চান ১০ জন : কাদের মেট্রোরেল উদ্বোধনের দিন পুলিশের সাত নির্দেশনা,অপেক্ষা আর পাঁচ দিন
জান্নাতুল নাঈমের তিনটি কবিতা

জান্নাতুল নাঈমের তিনটি কবিতা

মুগ্ধতা

      -জান্নাতুল নাঈম

একদিন আমাদের দেখা হবে
প্রকৃতি হাসুক কিংবা কাঁদুক
আমাদের দুজনের জীবনে সুখের কান্না নামবে
এক নির্ভরতায় দুজন দুজনার মুঠো চেপে রবো
দুজনার বিমুগ্ধতায় চোখে চেয়ে রবো
সারা দিনমান যাবে
তবু মুগ্ধতা থামবে না।

একদিন আমাদের দেখা হবে
প্রকৃতি সাজুক কিংবা না সাজুক
তোমার জন্য আমি খুব করে সাজবো
খোঁপাজুড়ে কয়েক জোড়া গোলাপ ফুল দেবো
হরেক রঙের চুড়িতে হাত দুটি সাজাবো
সারাবেলা কেটে যাবে
তবু স্বিগ্ধতা থামবে না।

সুহৃদ, সেই দিনটি কবে?
দেখো অপেক্ষার তীর ঘেঁষে বৃক্ষ হয়ে দাঁড়িয়ে আছি।

****

ভালোবাসার দাবিদার

                  -জান্নাতুল নাঈম

আমি মুগ্ধ হয়ে তোমার মুখপানেই তাকিয়ে থাকি
তোমার মুখপানে তাকিয়ে আমি সব দুঃখ ভুলে যাই
তুমি প্রতিনিয়ত কথার মুগ্ধতায় আমার মন কেড়েছো
আমি চেয়ে দেখি আমার হৃদয়খানা তোমার হয়ে গেছে
এই হৃদয় পটে তুমি ছাড়া কোনো কিছুই নেই।

আমি মুগ্ধ তোমার কথামালা পড়ে নিই
তোমার কথারা আমার সমস্ত নিঃসঙ্গতা কেড়ে নিয়েছে
তুমি প্রতিনিয়ত কথার ঝুড়ি দিয়ে আমায় হৃদয় কেড়ে নিচ্ছো
আমি চেয়ে দেখি মনটা ভালোবাসার শ্রোতা হয়ে গেছে
এখন কেবলই মনে হয় তুমি আমার উপসংহারের ভালোবাসা।

আমি মুগ্ধ হয়ে তোমার প্রবল ভালোবাসা দেখি
এতটা আকাশ সমান মন দেখে আনন্দে অশ্রু বেয়ে পড়ে
তুমি প্রতিনিয়ত আমায় উড়তে শেখাও
আমি চেয়ে দেখি আমার সব ভালোবাসা তুমি নিয়ে গেছো
তোমার চোখে চেয়ে বুঝি তুমিই আমার সব ভালোবাসার দাবিদার।

****

এক দুষ্টু মেয়ের চিঠি

              -জান্নাতুল নাঈম

বাবা, কেমন আছেন?
আমাদের বাড়ির দক্ষিণের পুকুরে
এখনো কি মাছ নাচানাচি করে
নাকি পুকুরটাকে মাটি ভরিয়ে বসতবাড়ি করে
যাচ্ছেন আমাদের মধ্যদুপুরের স্মৃতি ক্ষয়ে?

আচ্ছা বাবা,
আমার লাগানো পেয়ারা, বাতাবি গাছে
এখনো কি ফল ধরে,
নাকি কোনো ঝড়ে গাছপালা ভেঙে গেছে?
আমার লাগানো জবা, বেলি, গোলাপ গাছে ফুল কি ধরে?
জানি খুব ভোরে উঠে কেউ আর
থাকে না গাছের ধার ধার।
আর কিছুদিন তারপর আসবো
দেখবে ঘরধোর আবার করবো অগোছালো,
জিনিসপত্র ফেলে সব করবো এলোমেলো
মাকে বড্ড জ্বালাতন করবো
তোমায় আবার লাল চা বানিয়ে দেবো।

আবার বাড়ি এসে ভোরসকালে ঘুম থেকে উঠবো
খুব ভোরে উঠে ফুল কুড়াবো,
ফুল বেণীতে গেঁথে তোমার কথামালা হবো
এখন আমি সবই পারি,
কিন্তু আমার সন্ন্যাসী গিরিপথ পাই না
সময় পেলেই আসবো,
খিলখিলিয়ে হাসবো।

কবি: স্নাতকোত্তর (শেষ পর্ব), সমাজকর্ম বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *