সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৫:৩৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
সুপ্রিয় পাঠক, শুভেচ্ছা নিবেন। সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের ওয়েব সাইট নিয়মিত ভিজিট করুন এবং আমার ফেসবুক ফ্যান পেজে লাইক দিয়ে ফলো অপশনে সি-ফাষ্ট করে সঙ্গেই থাকুন। আপনার প্রতিষ্ঠানের প্রচারে স্বল্পমূল্যে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- aznewsroom24@gmail.com ধন্যবাদ।
সর্বশেষ :
বিপিএল শুরু হবে কবে? শেষ দিনেও রংপুর সিটি নির্বাচনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা রসিক নির্বাচন : উন্নয়ন আর প্রতিশ্রুতির হিসাব মেলাচ্ছেন ভোটাররা নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে বিজয় উপহার দেবে রংপুরবাসী : ডালিয়া অনুপ্রবেশকারী ঠেকাতে পুলিশ ও মাঠ প্রশাসনকে নির্দেশ ভোট নিয়ে শঙ্কা নেই, একতরফা নির্বাচন হবে : মেয়র প্রার্থী মোস্তফা বিএনপি-জামায়াতের ভোট পড়বে লাঙ্গলে : মোস্তফা প্রচারণা ছেড়ে ঢাকায় রসিকের মেয়র প্রার্থী ডালিয়া এবার রংপুর নগরবাসী চমক দেখাবেন : ডালিয়া ফিফার নিয়ম ভঙ্গ; আলোচিত শেফ ‘সল্ট বে’ নিষিদ্ধ স্বপ্নের রাজকুমারের মতো হাতির পিঠে চড়ে বিয়ে বরযাত্রা রংপুর সিটি নির্বাচন : মামলায় জর্জরিত প্রার্থীরা রাত পোহালেই চমকের সম্মেলন ,সাধারণ সম্পাদক হতে চান ১০ জন : কাদের মেট্রোরেল উদ্বোধনের দিন পুলিশের সাত নির্দেশনা,অপেক্ষা আর পাঁচ দিন
মারুফা সুলতানা খান হীরামনির দুটি কবিতা

মারুফা সুলতানা খান হীরামনির দুটি কবিতা

ব্যস্ততা

      -মারুফা সুলতানা খান হীরামনি

কে তোমার বেশি প্রিয়?
আমি নাকি ব্যস্ততা?
খুব আফসোস হয় জানো—
যদি তোমার ব্যস্ততা হতে পারতাম!

বলেছিলে মঙ্গলে নিয়ে যাবে, মনে আছে? তুমি, আমি আর সে
আমাকেই তো ভুলিয়ে দিয়েছে তোমার ব্যস্ততা
তার কথা কি রেখেছো মনে?

সজনে-ডাঁটা বলেছিল,
ফুল আর পাখির সাথে গোল্লাছুট খেলবে
ওর কি গোল্লাছুটের নিয়ম মনে আছে?
নাকি সেও ভুলিয়ে দিয়েছে ব্যস্ততা?

মনের মধ্যে ছোপ-ছোপ দাগ পড়ে গেছে
পারবে সেই দাগ মুছে দিতে?
পারো না, ব্যস্ততা থেকে একটুখানি বেরিয়ে
তোমার প্রেম-রঙে রাঙিয়ে দিতে আমার মন?

আবার নাকি নতুন করে প্রেমে পড়েছো?
পুরাতন মানুষের সাথে নতুন প্রেম বুঝি এমনই হয়!
ভালো কি একটু বেশিই বাসো
তাই তো ব্যস্ততার কথামতো আর খোঁজও নাও না।

অনলাইনে দেখি তোমাকে
সে তো আমার জন্য নয়,
তোমার ব্যস্ততার জন্য, তাই না?
খুব ভালো আছো বুঝি ওকে নিয়ে!

****

কে সে?

        -মারুফা সুলতানা খান হীরামনি

প্রতিদিন যার কথা ভেবে ভেবে ঘুম পাড়ি
যার কথা ভেবে ভেবে ঘুম ভাঙি।
কে সে?

যার সাথে হৃদয় মিশে থাকে,
লেগে থাকে অপার স্পন্দন।
কে সে?

যার বিরহে মরে যাই,
মিলনে হই উজ্জ্বল।
কে সে?

যাকে বেশি দেখি যখন তাকে দেখি না,
বেশি বলি যখন কথা বলি না।
কে সে?

যাকে সব কিছু দিয়ে নিঃস্ব হয়ে গেছি,
তবু যাকে কিচ্ছু দেওয়া হয়নি।
কে সে?

যার কাছে চাওয়া-পাওয়াতে অনেক অপূর্ণতা,
আবার এই অপূর্ণতাতেই আনন্দ।
কে সে?

যাকে নিয়ে উড়াল দিতে চাই মহাকালে,
কিন্তু যার সাথে এককালও থাকা হলো না।
কে সে?

যার ঘুম-কণ্ঠ শোনার ইচ্ছায় প্রতিদিন ঘুম
ভাঙে,
যার ভাবনায় বিভোর হয়ে ভাতঘুম দিই।
সে আর অন্য কিছু নয়,
সে যে প্রেম,
উথাল-পাথাল প্রেম,
যে প্রেমে ডুবে থাকতে চাই অনাদি অনন্তকাল।

এজেড এন বিডি ২৪/ তমা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *