বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্কঃ পদ্মাসেতুর ওপর গাড়ি পার্কিং করে ছবি তোলার অভিযোগে তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রিট মো. মাহমুদুল হাসান তিনটি গাড়িতে থাকা তিনজনকে ১৫০০ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ওয়াসিম মাতুব্বর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মাসেতুর ওপর গাড়ি পাকিং করে ছবি তুলে তিনজন। এমন অভিযোগের ভিত্তিতে তিনজনকে জরিমানা করা হয়েছে।
অভিযুক্তরা হলেন যশোরের বাবনাতলা গ্রামে বুলবুল হোসেনের ছেলে জুয়েল, ঢাকার উত্তরা এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মেহেদী হাসান এবং শরীয়তপুরের জাজিরার জালাল উদ্দিনের ছেলে মোকলেছ মিয়া। যেহেতু পদ্মাসেতুর ওপর ছবি তোলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাই আগামীতে কেউ এমন অপরাধ করলে তাদের জরিমানা করা হবে।
এজেড এন বিডি ২৪/ রেজা
Leave a Reply