সোমবার, ০৮ অগাস্ট ২০২২, ০৪:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে রুমন সরকার রনি (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রোববার (২৬ জুন) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কটূক্তির অভিযোগে রোববার সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রুমন সরকার উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার রাত ৯টা ২৫মিনিটে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কটূক্তি করে রুমন সরকার রনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
এজেড এন বিডি ২৪/ রেজা
Leave a Reply