শুক্রবার, ১২ অগাস্ট ২০২২, ০৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্কঃ চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেনসিডিল ও পাঁচ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র্যাব। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, শুক্রবার ও রোববার তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নগরের বন্দর থানা এলাকার হামিদুল হকের ছেলে মো. আরিফুল হক ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটিজাজিয়ারা এলাকার মো. আজিজের ছেলে মো. রুবেল।
সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান, ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নগরের কোতোয়ালি থানার পুরাতন রেলস্টেশন এলাকায় অবস্থান করছেন এক মাদক ব্যবসায়ী- এমন সংবাদে রোববার বিকেলে সেখানে অভিযান চালিয়ে আরিফুল হককে আটক করা হয়। ওই সময় তার কাঁধে ও হাতে থাকা দুটি ব্যাগের ভেতর থেকে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অন্যদিকে, শুক্রবার রাতে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় অভিযান চালিয়ে ট্রাভেল ব্যাগের ভেতর থাকা পাঁচ কেজি গাঁজাসহ মো. রুবেলকে আটক করা হয়।
দীর্ঘদিন ধরে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছেন বলে আটকের পর জিজ্ঞাসাবাদে জানান তারা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এজেড এন বিডি ২৪/ রেজা
Leave a Reply