শুক্রবার, ১২ অগাস্ট ২০২২, ০৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন ডেস্কঃ আট বছর বয়সী খোরশেদ আলম। তিন মাস ধরে ছিল নিখোঁজ। থানায় মায়ের করা জিডির ভিত্তিতে তাকে উদ্ধারে তৎপরতা চালাতে থাকে পুলিশ। এরই ধারাবাহিকতায় অবশেষে তিন মাস পর মায়ের কোলে ফিরেছে শিশু খোরশেদ।
শনিবার নগরের কোতোয়ালি থানার ফলমন্ডি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চকবাজার থানার এসআই সামসুল ইসলাম।
খোরশেদ চকবাজার থানার লালচাঁন্দ রোডের আনোয়ার কলোনির বাসিন্দা মোর্শেদা বেগমের ছেলে।
এসআই সামসুল ইসলাম বলেন, গত ২২ মার্চ শিশু খোরশেদ বাসা থেকে বেরিয়ে আর না ফিরলে থানায় জিডি করেন তার মা। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার কোতোয়ালি থানার ফলমন্ডি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে মায়ের কাছে হস্তান্তর করা হয়।
এজেড এন বিডি ২৪/ রেজা
Leave a Reply