বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ১১:১৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্কঃ আত্মমর্যাদা ও আত্মবিশ্বাসের প্রতীক স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে দিনাজপুরে আনন্দ র্যালি করেছে শহর ও সদর উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয় হতে উক্ত আনন্দ র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোর এ শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে অংশ নেয় নেতাকর্মীরা।
র্যালি শেষে জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন নেতাকর্মীরা। র্যালিতে অংশ নেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ, সহ-সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাতলুবুল মামুন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল, সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
এজেড এন বিডি ২৪/ রেজা
Leave a Reply