মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
সুপ্রিয় পাঠক, শুভেচ্ছা নিবেন। সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের ওয়েব সাইট নিয়মিত ভিজিট করুন এবং আমার ফেসবুক ফ্যান পেজে লাইক দিয়ে ফলো অপশনে সি-ফাষ্ট করে সঙ্গেই থাকুন। আপনার প্রতিষ্ঠানের প্রচারে স্বল্পমূল্যে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- aznewsroom24@gmail.com ধন্যবাদ।
সর্বশেষ :
বিপিএল শুরু হবে কবে? শেষ দিনেও রংপুর সিটি নির্বাচনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা রসিক নির্বাচন : উন্নয়ন আর প্রতিশ্রুতির হিসাব মেলাচ্ছেন ভোটাররা নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে বিজয় উপহার দেবে রংপুরবাসী : ডালিয়া অনুপ্রবেশকারী ঠেকাতে পুলিশ ও মাঠ প্রশাসনকে নির্দেশ ভোট নিয়ে শঙ্কা নেই, একতরফা নির্বাচন হবে : মেয়র প্রার্থী মোস্তফা বিএনপি-জামায়াতের ভোট পড়বে লাঙ্গলে : মোস্তফা প্রচারণা ছেড়ে ঢাকায় রসিকের মেয়র প্রার্থী ডালিয়া এবার রংপুর নগরবাসী চমক দেখাবেন : ডালিয়া ফিফার নিয়ম ভঙ্গ; আলোচিত শেফ ‘সল্ট বে’ নিষিদ্ধ স্বপ্নের রাজকুমারের মতো হাতির পিঠে চড়ে বিয়ে বরযাত্রা রংপুর সিটি নির্বাচন : মামলায় জর্জরিত প্রার্থীরা রাত পোহালেই চমকের সম্মেলন ,সাধারণ সম্পাদক হতে চান ১০ জন : কাদের মেট্রোরেল উদ্বোধনের দিন পুলিশের সাত নির্দেশনা,অপেক্ষা আর পাঁচ দিন
পুতুল স্বামীর সন্তানের মা হয়েছেন নারী

পুতুল স্বামীর সন্তানের মা হয়েছেন নারী

মজার খবর ডেস্ক : বিয়ে করে একেবারে মনের মতো সঙ্গী বা সঙ্গিনী পাওয়াটা সবার স্বপ্ন থাকে। সেই স্বপ্ন সবসময় সফল হয় না। তবে  ব্রাজিলের এক নারী এতটাই ভাগ্যবান যে, এমন একজনকে তিনি বিয়ে করেছেন যাকে শুধুমাত্র তার জন্যই তৈরি করা হয়েছে। হ্যাঁ, আক্ষরিক অর্থেই তার স্বামীকে তৈরি করা হয়েছে। কারণ ঐ নারী বিয়ে করেছেন একটি র‍্যাগ ডল অর্থাৎ কাপড়ের তৈরি পুতুলকে। নাম তার মেইরিভোন রোচা মোরেস।

মেইরিভোন রোচা মোরেস বিয়ে

মেইরিভোন রোচা মোরেস বিয়ে

তার বিয়ের অনুষ্ঠানে ২৫০ জন অতিথিও ছিল। মেইরিভোনের ভাষায়, আমার নাচের কোনো সঙ্গী ছিল না। প্রায়ই নাচের জন্য যেতাম কিন্তু সঙ্গী খুঁজে পেতাম না। তারপর সে আমার জীবনে আসে। সবকিছু পাল্টে যায়।

বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, দিনটি আমার জন্য অসাধারণ ছিল। খুবই গুরুত্বপূর্ণ ও আবেগময়। আমি যেমনটা চেয়েছিলাম সে ঠিক তেমন। তার সঙ্গে দাম্পত্য জীবন অসাধারণ কাটছে। সে আমার সঙ্গে ঝগড়া, তর্ক কিছুই করে না। আমাকে খুব ভালো বোঝে। মার্সেলো খুবই ভালো স্বামী। সে এমন একজন যাকে দেখে অন্য মেয়েরা হিংসে করবে।

মেইরিভোন রোচা মোরেস আর পুতুল স্বামী

মেইরিভোন রোচা মোরেস আর পুতুল স্বামী

যদিও মার্সেলোর একটি বিষয়ে মেইরিভোনের অভিযোগ রয়েছে। সে নাকি খুব অলস। এজন্য কোনো কাজ করে না। তাই সংসারের আয়-রোজগার সব তাকেই করতে হয়। মেইরিভোন বলেন, তার অনেক গুণের মধ্যে একটি দোষ হলো, সে খুব অলস। একদমই কাজ করে না।

গত মে মাসের ২১ তারিখ মার্সেলো ও তার একটি পুতুল সন্তানের জন্ম হয়েছে বলে দাবি মেইরিভোনের

গত মে মাসের ২১ তারিখ মার্সেলো ও তার একটি পুতুল সন্তানের জন্ম হয়েছে বলে দাবি মেইরিভোনের

গত মে মাসের ২১ তারিখ মার্সেলো ও তার একটি পুতুল সন্তানের জন্ম হয়েছে বলে দাবি মেইরিভোনের। বাড়িতে চিকিৎসক, নার্স ও অনলাইন লাইভে প্রায় ২০০ জনের উপস্থিতিতে তিনি সন্তান জন্ম দিয়েছেন। তবে এজন্য মেইরিভোনের কোনো কষ্ট হয়নি বলে জানিয়েছেন।

মেইরিভোন রোচা মোরেস, পুতুল স্বামী ও সন্তান

মেইরিভোন রোচা মোরেস, পুতুল স্বামী ও সন্তান

সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তান জন্ম দেওয়ার বিষয়টি অনেকে ভুয়া বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে মেইরিভোন বলেছেন, মানুষ যখন এটিকে ভুয়া বলেন তখন খুব কষ্ট হয়। আমার রাগ হয়। আমি সচ্চরিত্রের নারী। আমার মা-বাবা সব সময় আমাকে সৎ থাকার শিক্ষা দিয়েছেন। ব্যক্তি হিসেবে আমি সৎ থাকতে চাই। কোনো প্রতারণার আশ্রয় নিতে চাই না।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

এজেড এন বিডি ২৪/ রেজা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *