রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:৩০ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ সৌদি আরবে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) কুমিল্লার আদর্শ সদর উপজেলার মিসেস রামুজা বেগম পবিত্র মক্কায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। এ নিয়ে এবারের হজযাত্রীয় তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়, মিসেস রামুজা বেগমের পাসপোর্ট নম্বর: বিডব্লিউ-০৮৪৩৩২৮। এর আগে ১৬ জুন নোয়াখালীর নুরুল আমিন (৬৪) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেন। তারও আগে ১১ জুন জাহাঙ্গীর কবির (৫৯) নামের চাঁপাইনবাবগঞ্জের এক হজযাত্রী পবিত্র মক্কায় মারা যান।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।
হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।
এজেড এন বিডি ২৪/ রেজা
Leave a Reply