রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:৫৬ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আগামী পাঁচ বছরের জন্য কুমিল্লার নগরপিতা তিনি।
আজ বুধবার রাতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ করা হয়েছে ইভিএমে। নির্বাচনে মোট কেন্দ্র ১০৫টি। এবার তৃতীয়বারের মতো কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হলো।
এর আগে ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। সিটির দ্বিতীয় নির্বাচন হয় ২০১৭ সালের ৩০ মার্চ।
এজেড এন বিডি ২৪/ রেজা
Leave a Reply