বুধবার, ১৭ অগাস্ট ২০২২, ০৬:৩৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্কঃ কুমিল্লা সিটি নির্বাচনের কারণে আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্যকে নির্বাচন কমিশন নির্বাচনী এলাকা ছাড়ার কথা বলার বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রথমত আমার প্রশ্ন হচ্ছে যিনি ওই এলাকার সংসদ সদস্য, এলাকার স্থায়ী বাসিন্দা, ওই সিটি করপোরেশনের নির্বাচনের ভোটার, তাকে নির্বাচন কমিশন এলাকা ছাড়ার কথা বলতে পারে কি না?
তিনি আরও বলেছেন, এটি কি তার মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ নয়? কারণ তাহলে তো ঢাকা শহরে যখন সিটি করপোরেশনের নির্বাচন হবে তখন ঢাকা শহর থেকে নির্বাচিত সব সংসদ সদস্যকে চলে যেতে হবে।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে বিশ্ব রক্তদাতা দিবসে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
ড. হাছান মাহমুদ বলেন, আমি মনে করি এভাবে তাকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে তার মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ করা হয়েছে।
এজেড এন বিডি ২৪/ রেজা
Leave a Reply