রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৩:৪০ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ বর্তমানে দেশে নন-এসি রেস্টুরেন্টগুলোতে ৫ শতাংশ এবং এসি রেস্টুরেন্টগুলোতে খেতে ১০ শতাংশ ভ্যাট দিতে হয়। আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে উভয় ক্ষেত্রে ভ্যাটের হার ৫ শতাংশ করা হচ্ছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব করেন। আগে এসি রেস্টুরেন্টগুলোতে খেতে ১০০ টাকায় ১০ টাকা ভ্যাট দিতে হতো, বাজেট পাস হলে আগামী ১ জুলাই থেকে ১০০ টাকায় ৫ টাকা ভ্যাট দিতে হবে। অবশ্য ৫ তারকা হোটেলে খেলে ১৫ শতাংশ হারেই ভ্যাট দিতে হবে।
বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এসি ও নন-এসি রেস্তোরাঁর ওপর মূসক যথাক্রমে ১০ শতাংশ ও ৫ শতাংশ এর পরিবর্তে উভয় ক্ষেত্রে ৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি। (তিন তারকা বা তদূর্ধ্ব মানের হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট, মদের বার সংবলিত আবাসিক হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট এবং মদের বার আছে এমন রেস্টুরেন্ট ব্যতীত)।
এজেড এন বিডি ২৪/ রেজা
Leave a Reply