রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ১০:২১ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ।
‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ এই শিরোনামকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেল ৩টায় অর্থমন্ত্রী জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট এটি।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রস্তাবিত বাজেট উত্থাপন বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, এবারের বাজেটে দরিদ্রবান্ধব এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে প্রাধান্য দেওয়া হবে যাতে সমাজে সমতা এবং ন্যায্যতা নিশ্চিত করা যায়। সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের উপর।
তিনি বলেন, চলতি ২০২১-২২ অর্থবছরে নানা চ্যালেঞ্জের মধ্যেও মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশে সীমিত রাখা সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট এটি। আর অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি চতুর্থ বাজেট। এর মধ্য দিয়ে বাংলাদেশের ৫১তম বাজেট উত্থাপন করলেন তিনি।
এজেড এন বিডি ২৪/ রেজা
Leave a Reply