মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০১:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
সুপ্রিয় পাঠক, শুভেচ্ছা নিবেন। সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের ওয়েব সাইট নিয়মিত ভিজিট করুন এবং আমার ফেসবুক ফ্যান পেজে লাইক দিয়ে ফলো অপশনে সি-ফাষ্ট করে সঙ্গেই থাকুন। আপনার প্রতিষ্ঠানের প্রচারে স্বল্পমূল্যে বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- aznewsroom24@gmail.com ধন্যবাদ।
সর্বশেষ :
বিপিএল শুরু হবে কবে? শেষ দিনেও রংপুর সিটি নির্বাচনে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা রসিক নির্বাচন : উন্নয়ন আর প্রতিশ্রুতির হিসাব মেলাচ্ছেন ভোটাররা নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে বিজয় উপহার দেবে রংপুরবাসী : ডালিয়া অনুপ্রবেশকারী ঠেকাতে পুলিশ ও মাঠ প্রশাসনকে নির্দেশ ভোট নিয়ে শঙ্কা নেই, একতরফা নির্বাচন হবে : মেয়র প্রার্থী মোস্তফা বিএনপি-জামায়াতের ভোট পড়বে লাঙ্গলে : মোস্তফা প্রচারণা ছেড়ে ঢাকায় রসিকের মেয়র প্রার্থী ডালিয়া এবার রংপুর নগরবাসী চমক দেখাবেন : ডালিয়া ফিফার নিয়ম ভঙ্গ; আলোচিত শেফ ‘সল্ট বে’ নিষিদ্ধ স্বপ্নের রাজকুমারের মতো হাতির পিঠে চড়ে বিয়ে বরযাত্রা রংপুর সিটি নির্বাচন : মামলায় জর্জরিত প্রার্থীরা রাত পোহালেই চমকের সম্মেলন ,সাধারণ সম্পাদক হতে চান ১০ জন : কাদের মেট্রোরেল উদ্বোধনের দিন পুলিশের সাত নির্দেশনা,অপেক্ষা আর পাঁচ দিন
হ্রদের ধারে ভোরের সাথে ও অন্যান্য কবিতা

হ্রদের ধারে ভোরের সাথে ও অন্যান্য কবিতা

সাহিত্য ডেস্ক:

আবু আফজাল সালেহ

হ্রদের ধারে ভোরের সাথে

মে আর জুন মাসে কৃষ্ণচূড়া ফোটে
নিঃশব্দে বাগানের মধ্য দিয়ে হ্রদের দিকে হাঁটা
মে’র মাঝামাঝি গরমের ঝাঁজ
তীরে সাদা ফেনাযুক্ত ঢেউয়ের দিকে তাকিয়ে
আমি ভোরের সাথে দাঁড়িয়ে আছি।

একটি কাঠের বেঞ্চে কাগজ আর কলম নিয়ে বসলাম
মৃদু স্রোতে রাজহাঁসের গান
মিষ্টি বাতাস, কিছু পায়রা উড়ে যাচ্ছে।

বাতাসে ঝড় উঠতে শুরু করলে উঠে বসলাম
একটি ব্যাগে কলম এবং কাগজ রেখে
নীরবে সরু রাস্তায় ফিরে যাই।

হলুদ ভোরের ছোঁয়া, রাজহাঁসের গান, হ্রদের স্রোত…
একজন অর্বাচীন লোকের হেঁটে যাওয়ার সময় আমি হেসে দিলাম
এই ভোরের সাথে চোখের সুখ ক্ষণস্থায়ী হয়।

****

২.
ভালোবাসার সময়

আমি যখন ভালোবাসি
মনে হয় আমিই সেই সময়ের রাজা
আমিই পৃথিবী এবং পৃথিবীর সবকিছুর অধিকারী
কোনো কুচপরোয়া নেই।

আমি যখন ভালোবাসি
আমি চোখের অদৃশ্য অধরা আলো হয়ে যাই
কখনো বা আমার নোটবুকের কবিতা
কখনো বা বান্দরবানের সবুজ ঢেউ
কিংবা গঙ্গামতীর প্রথম সূর্য হয়ে যাই।

আমি যখন ভালোবাসি
আমার দৃষ্টিতে তীক্ষ্মতা বেড়ে যায়
আমার শরীরে সমস্ত শক্তি জড়ো হয়—
ড্রাগনের মতো।

যখন আমি ভালোবাসি, রাজা হয়ে যাই।

****

৩.
ঝরাপাতার উপলব্ধি

প্রবাদ বলে, ‘বুড়ো পাতা ঝরে গেলে কচি পাতা হাসে’।
যখন পাথুরে স্রোতের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছি
কাঁদছি আর কাঁদছি;
বাতাস আমাকে ফ্লার্টিং দিয়ে নিচে টানছে
আমি শাখাকে জিজ্ঞাসা করি, আমি কি তোমাকে
আরও কিছুক্ষণ আলিঙ্গন করতে পারি?
আমি কি ছিটকে পড়া চাঁদের আলোয় নাচিনি?
তোমার কি মনে পড়ে না সবুজতা, ছায়ার কথা
আর গরম থেকে প্রশান্তি দেওয়ার কথা?

কিন্তু এখন আমি ঝরে-পড়া পাতা
ঘুম ছাড়া স্বপ্ন দেখা, পায়ের পাতা ছাড়া নাচের মতো
দিবাস্বপ্ন দেখছি!—উপলব্ধি এমন!
চাঁদ আর তারারা গুনগুন করছে
শাখা-প্রশাখায় ফুল ফুটেছে
চাঁদ আমার দিকে চোখ বুলিয়ে নিচ্ছে,
আর আমি চাঁদের আলোয় গলে যাচ্ছি।

ঝরাপাতাটি আফসোসের সুরে বলে,
‘মানুষের ভাগ্যও এমন হবে কিন্তু—
যৌবনকে পরিকল্পিত কাজে লাগানোই হবে জ্ঞানীর কাজ।’

এজেড এন বিডি ২৪/ রেজা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *