রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ১০:০৮ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় সংক্রমিত হয়ে শেষ ২৪ ঘণ্টায় সারাবিশ্বে ৭৪৭ জনের মৃত্যু হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটির তাণ্ডবে নতুন করে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন তিন লাখ ২৭ হাজার ২৭৮ জন। এছাড়া এক দিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন চার লাখ ৭০ হাজার ৪৫২ জন।
এ নিয়ে করোনার থাবায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৬৩ লাখ ২১ হাজার ৪২১ জনে দাঁড়িয়েছে। মহামারির তাণ্ডব শুরুর পর থেকে এ পর্যন্ত রোগটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫৩ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৭৬ জনে পৌঁছেছে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫০ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ১০২ জন।
মঙ্গলবার (৭ জুন) বাংলাদেশ সময় বেলা ১১টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
করোনার থাবায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকার এখনো শীর্ষ স্থানে থাকা যুক্তরাষ্ট্রে গত এক দিনে নতুন করে ৫৪ হাজার ৪৬৬ জন রোগীর শরীরে রোগটির উপস্থিতি শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ১১৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে আট কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৪৮৭ জনে দাঁড়াল। এদের মধ্যে প্রাণ গেছে ১০ লাখ ৩৩ হাজার ৮৩০ জনের। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট কোটি ২৬ লাখ ৭১ হাজার ৫২৪ জন।
দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতে নতুন করে কোভিড শনাক্ত হয়েছেন তিন হাজার ৬৬২ জন। যদিও নির্ধারিত এই সময়ের মধ্যে দেশটিতে কোনো লোকের মৃত্যুর খবর ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া যায়নি। এ নিয়ে ভারতীয় ভূখণ্ডে আক্রান্তের সংখ্যা বেড়ে চার কোটি ৩১ লাখ ৮৪ হাজার ৯৯৭ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৭১ জনের।
এছাড়া ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এক দিনে ৫০ জন, ইতালিতে ৭০ জন, রাশিয়ায় ৬৪ জন, জাপানে ১৭ জন, তাইওয়ানে ১৫১ জন এবং দক্ষিণ আফ্রিকায় ৩৩ জনের প্রাণ গেছে।
একই সময়ে ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশেও করোনায় সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। শেষ ২৪ ঘণ্টায় দেশে ৪৩ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।
এজেড এন বিডি ২৪/ রেজা
Leave a Reply