শুক্রবার, ১২ অগাস্ট ২০২২, ০৮:২৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় অনুমোদনহীন মা ক্লিনিক সিলগালা করেছে তদন্ত কমিটি।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার (টিএইচও) নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি ভূঞাপুর বাজারের মা ক্লিনিক অ্যান্ড হাসপাতাল পরিদর্শন শেষে সেটি সিলগালা করেন।
এর আগে বুধবার (২৫ মে) রাতে অপারেশন থিয়েটারে অস্ত্রপচারকালে প্রসূতি ও নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় প্রসূতির পরিবার সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করে।
প্রতিষ্ঠান সিলগালাকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সোবহান, তদন্ত কমিটির প্রধান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু কনসালটেন্ট ডা. অনামিকা সাহা, মেডিকেল অফিসার ডা. নিশাত সাঈদা ও ডা. মো. খাদেমুল ইসলাম।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা (টিএইচও) মোহাম্মদ আব্দুস সোবহান জানান, অস্ত্রপচারের সময় রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটি ক্লিনিক পরিদর্শন করে সিলগালা করেছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
এজেড এন বিডি ২৪/ রেজা
Leave a Reply