রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ১০:১৯ অপরাহ্ন
স্পোর্টস ডেস্কঃ মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ২২২ রানে পিছিয়ে রয়েছে সফরকারী শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে মুশফিক ও লিটনের সেঞ্চুরিতে ৩৬৫ রান করে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে মঙ্গলবার (২৪ মে) দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৪৩ রান। সব মিলিয়ে বাংলাদেশ এখনো এগিয়ে ২২২ রানে।
আগের দিনের ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ আধা ঘণ্টা পিছিয়ে দেয়া মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফেরার একটু পরই অললাউট হয়েছে। এর আগে মুমিনুল হকের দল করতে পেরেছে ৩৬৫ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৬.২ ওভারে ৩৬৫/১০ (জয় ০, তামিম ০, শান্ত ৮, মুমিনুল ৯, মুশফিক ১৭৫*, সাকিব ০, লিটন ১৪১, সৈকত ০, তাইজুল ১৫, খালেদ ০, ইবাদত ০; রাজিথা ২৮.২-৭-৬৪-৫, আসিথা ২৬-৩-৯৩-৪, জয়াবিক্রমা ৩৮-৯-১০৮-০, রমেশ ১৪-০-৫৩-০, করুনারত্নে ৪-১-৮-০, সিলভা ৫-০-২১-০)।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৪৬ ওভারে ১৪৩/২ (ফার্নান্দো ৫৭, করুনারত্নে ৭০, মেন্ডিস ১১, রাজিথা ০, সাকিব ৯-৩-১৯-১ , খালেদ ৯-১-২৭-০, ইবাদত ৯-০-৩১-১,তাইজুল ১৭-১-৪৯-০ )।
এজেড এন বিডি ২৪/ শান্ত
Leave a Reply