রবিবার, ১৪ অগাস্ট ২০২২, ০৯:৫৯ অপরাহ্ন
আল আমিন তুষার: শ্রাবণ মেঘের দিনে প্রথম দেখেছিলাম শ্রাবণীকে। সেই স্কুলের বারান্দায়। তারপর পার হয়ে গেল অনেকগুলো আষাঢ়-শ্রাবণ। তারই ধারাবাহিকতায় বান্ধবী থেকে প্রেমিকা, প্রেমিকা থেকে বউ, বউ থেকে আমার বাচ্চার মা।
এখন হয়তো সেই স্কুলের বারান্দায় লুকিয়ে তোমাকে দেখার সময়টা নেই, কিন্তু সেই তুমিটা ঠিকই আছো। আগে সারাটা দিন ভাবতাম, কখন তাকে একটু দেখব, কখন একটু কথা বলার সুযোগ হবে। সেই অপেক্ষা এখন আর নেই। কারণ, এখন প্রতিটি মুহূর্তে পাশে আছো তুমি।
অনেকেই বলে থাকে, বিয়ের পর প্রেমের মায়া একটু একটু করে কমতে থাকে, কিন্তু আমার বেলায় হয়তো উল্টো হয়েছে। প্রেমের মায়াজালে যেন আমি আরও গভীর থেকে গভীরে যাচ্ছি। এ যেন এক অন্য রকম ভালোবাসার অনুভূতি।
এজেড এন বিডি ২৪/ তমা
Leave a Reply