বুধবার, ১৭ অগাস্ট ২০২২, ০৮:১০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্কঃ আন্দোলনকে বেগবান করতে ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, একুশের ভাষা আন্দোলন, স্বায়ত্তশাসনের আন্দোলন, স্বাধীনতার সংগ্রাম বা গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার লড়াইটা শুরু করে ছাত্ররা। সেটা বেগবান হয় যখন তাদের সঙ্গে যুক্ত হয় শ্রমিক, যুব সংগঠন এবং জনগণ। আগামীতেও এর ব্যতিক্রম হবে না।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এই সভার আয়োজন করে।
‘বাংলাদেশ বিশ্বের গণতান্ত্রিক দেশের সম্মেলনে দাওয়াত পায় না’ দাবি করে নজরুল ইসলাম খান বলেন, ‘বিশ্ব স্বীকার করে না যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। ইকোনমিক ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ হাইব্রিড গণতন্ত্রের দেশ। যেখানে বিরোধী দলকে আন্দোলনে বাঁধা দেওয়া হয়, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান। বর্তমান সরকারের ক্ষমতা ‘আর বেশিদিন নেই’ দাবি করে তিনি বলেন, ‘সার্চ কমিটি, নির্বাচন কমিশন; এগুলোতো আন্দোলনের এক ধাক্কাতেই চলে যাবে।’
সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘এই কমিশন কার কথা শুনবে, এই নাটক বন্ধ করুন। এই নাটক বন্ধ করে বিদায় নিন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ড. আসাদুজ্জামান রিপন, খাইরুল কবির খোকন, সাবেক ছাত্র নেতা এম এ জলিল, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
এজেড এন বিডি ২৪/ তমা
Leave a Reply