বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২, ০১:৩০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্কঃ রাত পেরিয়ে কুয়াশাচ্ছন্ন শীতের আকাশে উঠেছে সূর্য। নতুন সূর্যোদয়ের প্রথম সকালটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য ছিল আনন্দের। কারণ এদিনে করোনা ইউনিটে নতুন কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি। এমনকি রাজশাহী মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে মাত্র একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রোগী ভর্তি ছিল পাঁচজন, বাড়ি ফিরেছেন দুজন। বর্তমানে রামেকে মোট ২৭ জন রোগী রয়েছেন। এর মধ্যে ছয়জন করোনায় আক্রান্ত এবং বাকি ২১ জন সন্দেহভাজন।
এজেড এন বিডি ২৪/হাসান
Leave a Reply