শনিবার, ২১ মে ২০২২, ১১:৫৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্কঃ শিক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ’ প্রতিপাদ্য নিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে ১ জুলাই। দিনটিতে ঢাবি ৯৯ বছরে পা দিবে। দিবসটি উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির এক প্রস্তুতি সভা নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, রেজিস্ট্রার মো. এনামউজ্জামান, সিনেট ও সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগীয় চেয়াম্যান, শিক্ষক সমিতির নেতা, অফিস প্রধান, ডাকসু’র নেতা ও বিভিন্ন সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ওইদিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে ‘গুণগত শিক্ষা, প্রতিবন্ধকতা ও উত্তরণ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন ইংরেজি বিভাগের এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।
এছাড়া ঢাবি দিবসে চারুকলা অনুষদের উদ্যোগে শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, হল এবং ডাকসু’র উদ্যোগে আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
Leave a Reply