শনিবার, ২১ মে ২০২২, ০১:০৫ অপরাহ্ন
নিউজ ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের বাজে ভাবে হারে পাকিস্তান। পাকিস্তানের এমন হারে খুব কড়া ভাষায় কথা বলেছেন দেশটির গতি দানব শোয়েব আখতার শোয়েব।
তিনি বিশেষ করে আনফিট অধিনায়ক সরফরাজ আহমেদকে ধুয়ে দিয়েছেন।
শোয়েব বলেন, ‘সরফরাজ আহমেদ যখন টস করতে আসে, তার মোটা ভুঁড়ি তখন বেরিয়ে ছিল। তার মুখটাও বেশ মোটা। আমার দেখা প্রথম অধিনায়ক, যে কিনা এত আনফিট। তার চলাচল করতে কষ্ট হয়, সে উইকেটকিপিংয়েও নিজেকে মানিয়ে নিতে পারে না।
শুক্রবার ট্রেন্ট ব্রিজে প্রথমে ব্যাট করা পাকিস্তান ২১.৪ ওভারে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায়। ২৭ রানে চার উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেন ক্যারিবীয় পেসার ওশানে টমাস। পরে ব্যাটিংয়ে নেমে ক্রিস গেইলের ফিফটির ওপর ভর করে ১৩.৪ ওভারেই জয় তুলে নেয় জেসন হোল্ডারবাহিনী।
এ ম্যাচে অবশ্য ৬ ওভারে ২৬ রানের বিনিময়ে ক্যারিবীয়দের তিনটি উইকেটই দখল করেন পাকিস্তান পেসার মোহাম্মদ আমির। তিনি।
Leave a Reply