রবিবার, ০৩ Jul ২০২২, ০৩:১০ অপরাহ্ন
অনলাইন ডেস্কঃ ডিবিসির নিউজ প্রডিউসার আব্দুল বারীর দ্বিতীয় জানাজা শেষে মরদেহ সিরাজগঞ্জের চন্ডিদাসগাঁতী কবরস্থানে সমাহিত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী স্কুল মাঠে জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম রেজা ও ডিবিসির স্থানীয় প্রতিনিধি রিফাত রহমান তথ্যটি নিশ্চিত করেন। এর আগে বুধবার সন্ধ্যায় ঢাকায় ডিবিসি নিউজ অফিস প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ভোররাতে তার লাশ সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে আনা হলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
মঙ্গলবার রাতের যেকোনো সময় আব্দুল বারীকে (২৭) হত্যার পর লাশ রাজধানীর হাতিরঝিলে পুলিশ প্লাজার উল্টো দিকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সিরাজগঞ্জের চন্ডিদাসগাতি গ্রামের মুদি দোকানি আব্দুলল্লাহ সেখের ছেলে আব্দুল বারী ঢাকার আইবিইউ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষে মোহনা টেলিভিশনে যোগ দেন। গত বছরের ডিসেম্বরে তিনি ডিবিসি নিউজে যোগ দিয়েছিলেন।
এজেড এন বিডি ২৪/ রেজা
Leave a Reply