শনিবার, ২১ মে ২০২২, ১২:৪৩ অপরাহ্ন
বিনোদন ডেস্কঃ কাজের ফাঁকে কিছুদিনের নিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। গত কদিন আগেই গরমের কয়েকটা দিন গার্লস গ্যাংদের সঙ্গে একান্তে সময় কাটাতে পাড়ি দিয়েছিলেন গোয়াতে। সেখানে গিয়েও ইনস্টাগ্রামে ভক্তদের প্রতি মুহূর্তের আপডেট দিয়ে গিয়েছেন কৃতি। তারই কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। যেখানে দেখা যায় হলুদ বিকিনিতে ভরপুর আনন্দ করছেন সমুদ্র সৈকতে। সম্প্রতি কৃতি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি জিমের ভিডিও পোস্ট করেছেন। যেখানে আবেদনময়ী এই অভিনেত্রীকে শারীরিক কসরত করতে দেখা যাচ্ছে। সময়টা বেশ ভালো কাটছে কৃতির। গত কদিন আগে মুক্তি পাওয়া ছবি ‘লুকা ছুপি’ বক্স অফিসে দারুণ হিট। ছবিটি প্রায় ১২৫ কোটি টাকার ব্যবসা করে। সমালোচক থেকে শুরু করে দর্শক সকলেই প্রশংসা করেছে ছবিটির।
Leave a Reply