শনিবার, ২১ মে ২০২২, ১২:১৭ অপরাহ্ন
নিউজ ডেস্কঃ দুর্দান্ত সময় পার করছে বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর আগে ত্রিদেশীয় সিরিজ জয় করে আত্মবিশ্বাসের তুঙ্গে টাইগাররা। বলতে গেলে বিশ্বকাপ স্কোয়াডের সব ক্রিকেটাররাই খেলছে সেখানে। তবুও বাংলাদেশ দলে আছেন একজন ‘এক্স ফ্যাক্টর’। এমনটাই আভাস দিলেন বাংলাদেশ দলের ক্যারিবিয়ান বোলিং কোচ কিংবদন্তি কোর্টনি ওয়ালশ।
বিদেশি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রহস্যময় উত্তর দেন ওয়ালশ। তিনি বলেন, ‘এটা তো আমাদের গোপন অস্ত্র। আমরা চাই না প্রতিপক্ষ এটা জেনে যাক। কারণ তারা তখন আমাদের লক্ষ্য করা শুরু করবে। দলে বেশ কয়েকজন খেলোয়াড়ই আছে, যারা খেলাটা আমাদের দিকে নিয়ে আসতে পারে।’
স্পষ্ট করে ওয়ালশ না বললেও অনেকেও ভাবতে শুরু করেছেন কার কথা বিশেষভাবে বলছেন। কারণ এর আগেই মুস্তাফিজুর রহমানকে নিয়ে বেশ কিছুক্ষন কথা বলেন বোলিং কোচ।
২ জুন দ্য ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে।
Leave a Reply